রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

মৌলভীবাজারে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সেমিনার 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সেমিনার 

মৌলভীবাজারে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩রা ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য জেলা কার্যালায়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। 

সভাপতিত্ব করেন, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বুলবুল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইসরাইল হোসেন। মো. শাকিব হোসাইন বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেত আলী, প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, বেঙ্গল ফুডের কর্মচারী জসিম উদ্দিন প্রমুখ। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন। সেমিনারে বিভিন্ন হোটেল মালিক কর্তৃপক্ষ কর্মকর্তারা সাংবাদিক ও গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ